বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষ্যে অনলাইন মাধ্যম জুম ব্যবহার করে বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে ০৪ ফেব্রুয়ারি দিনটি উদযাপন করা হয়। এর ধারাবাহিকতায় ‘অ্যামেরিকান কর্ণার খুলনা’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘উইথ শি’ এর যৌথ আয়োজনে ০৬ ফেব্রুয়ারি সকাল ১১ঃ০০ থেকে ১২ঃ৩০ পর্যন্ত সেশনটি অনুষ্ঠিত হয়।
কর্নার কো-অর্ডিনেটর শেখ মো. শাহাবুদ্দিন এর শুভেচ্ছা বক্তব্য এর মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। সেশন পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. মোহাম্মদ মাসুমুল হক। আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা জনাব শিকদার এমদাদ আলী।
ক্যান্সার এর মৌলিক ধারণা, ক্যান্সার এর লক্ষণ সমূহ, ক্যান্সার এর ঝুঁকিপূর্ণ কারণ, ক্যান্সার প্রতিরোধের উপায়, ক্যান্সার সম্পর্কে প্রচলিত ভুল ধারণা প্রভৃতি বিষয়ে সেশনটি পরিচালিত হয়। সেশন শেষে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। এসময় বাংলাদেশের প্রেক্ষাপটে সচেতনতার গুরুত্ব ও যুবদের ভূমিকা তুলে ধরেন ডা. মোহাম্মদ মাসুমুল হক এবং উপস্থিত বক্তারা।
আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন এর কর্মী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা যুক্ত হন। আয়োজনে নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করে ‘ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশ’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইথ শি এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক মো. ইমরান জাহান আরাফাত। এবারের ক্যান্সার দিবস এর থিম ‘ক্যান্সার চিকিৎসায় বৈষম্য নয়’।
উল্লেখ্য এই উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে সপ্তাহব্যাপী অনলাইন সচেতনতা ক্যাম্পেইন শেষ হয়েছে। একইসাথে পাবলিক প্লেস, সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।