অপারেশন জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচী-২০২১ এর অংশ হিসেবে পিরোজপুর ও বাগেরহাট এলাকা হতে আজ সোমবার (২৬-০৪-২০২১) আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের ২১ লাখ মিটার অবৈধ জাল আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় ক্ষতিগ্রস্থ জেলেদেরকে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সালাম’ ও ‘কর্ণফুলী’ ত্রাণ ও খাদ্য সহায়তা বিতরণ করে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
জাটকা নিধন কর্মসূচীর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, গত ০১ এপ্রিল ২০২১ হতে শুরু হওয়া এ অভিযানে দেশের বিভিন্ন নদ-নদী অববাহিকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অপারেশন পরিচালনা করছে, যা আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত চলবে। ইতিমধ্যে এ অভিযানের ফলে দেশের নদ-নদীসমূহে জাতীয় সম্পদ ইলিশের সমাগম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।