কয়রা প্রতিনিধি : খুলনা-৬ কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু কয়রার বামিয়া গ্রামে একতা পরিবেশ উন্নয়ন সোসাইটি (আপস) সংস্থার পক্ষে শীতার্থদের মাঝে চাদর বিতরণ করেছেন। মঙ্গলবার বিকাল ৫ টায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, বাগালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আঃসামাদ গাজী, সেচ্ছািেব সংগঠন আপনের প্রধান নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, সংস্থার সভাপতি রাবেয়া সুলতানা, ম্যানেজার তরিকুল ইসলাম। বামিয়াজি,আই,বিক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সদস্য মনিরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার গরিব অসহায় মানুষের ও বাস্তহারা মানুষের খুজে বের করে ঘর নির্মাণ করে দিচ্ছেন। তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে এক লক্ষাধিক গৃহহারা পরিবারে ঘর নির্মাণ করায় সেখানে বসবাস শুরু হয়েছে এবং কয়রা উপজেলায়ও দেড় শতাধিক পরিবার এই ঘর পেয়েছে। এছাড়া নতুন করে সহস্রাধিকগৃহহারা ও ভবঘুরে সহ নদীভাঙনে গৃহহারাদের ঘর নির্মানেরব্যবস্থা করাহবে। তিনিআপস কতৃপক্ষকে এ ধরনেরমহৎকাজেএগিয়েআসারজন্য ধন্যবাদ জানিয়ে সকল সামাজিক প্রতিষ্ঠানকে আহবান জানিয়েছেন।