কয়রা (খুলনা) প্রতিনিধি :: কয়রা উপজেলার কৃতি সন্তান মসজিদকুড় গ্রামের বাসিন্দা বিসিএস ফরেন ক্যাডারের কর্মকর্তা রোমানিয়ার রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলীর পিতা আলহাজ¦ শওকাত আলী মৃত্যুবরণ করেছেন। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় (ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মরহুমের জানাযার নামায শুক্রবার জুমার নামাজবাদ মসজিদকুড় পীর মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীসহ সকলকে জানাযায় শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যাসহ একাধিক নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় পুত্র আহম্মদ আলী বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার, মেঝ ছেলে জুলফিকার আলী বিশিষ্ঠ ব্যবসায়ী, ছোট ছেলে মোঃ দাউদ আলী রোমানিয়ার বাংলাদেশস্থ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে কর্মরত আছেন। এছাড়া তার একমাত্র মেয়ের জামাই একটি মাদ্রাসার পিন্সিপাল হিসেবে কর্মরত। রোমানিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুরুপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদ সচিবালয় এর সিনিয়র লেজিসলেটিভ অফিসার জনাব মোঃ ফজলুর রহমান, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নব নির্বাচিত চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যানবৃন্দ, কয়রা প্রেস কøাবের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ঠ ব্যক্তি বর্গ ।