কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের শেখেরটেক এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠা ১০ টি অবৈধ শুটকি ডিপো উচ্ছেদ করা হয়েছে। সুন্দরবন থেকে এক শ্রেনীর অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে মাছ শিকার করে এ সকল অবৈধ শুটকি ডিপোতে রাতের আধারে মাছ শুকায় এমন অভিযোগের ভিত্তিতে এ সকল অবৈধ শুটকির ডিপো উচ্ছেদ করা হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মোঃআবুসালেহ,কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম,নলিয়ান স্টেশন কর্মকর্তা শেখ মোঃআনিছুররহমান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, খুলনা রেঞ্জের স্মার্ট টিমলিডার মোঃনাসির উদ্দিন, কাশিয়াবাদ স্টেশনের সহযোগি স্টেশন কর্মকর্তা আঃহাকিম, সিএমসির কোষাধাক্ষ্য মোঃরিয়াছাদ আলী, হায়াতখালী বন টহলফাঁড়ির ও সিছানারঞ্জন পাল, ভ্রমরখালী বন টহলফাঁড়ির ও সিমিজানুর রহমান খান সহ বনবিভাগের বিভিন্ন স্টেশন ও টহলফাঁড়ির স্টাফ, সিএমসির সদস্য ও সিপিজি সদস্য বৃন্দ।