সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কয়রায় আগাম শিম চাষে সাফল্য অর্জন কলেজ শিক্ষকের | চ্যানেল খুলনা

কয়রায় আগাম শিম চাষে সাফল্য অর্জন কলেজ শিক্ষকের

শাহজাহান সিরাজ, কয়রা প্রতিনিধি :: মৌসুমের আগেই শিম চাষ করে সাফল্য অর্জন করেছেন কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের কলেজ শিক্ষক মোঃ শাহাবাজ আলী। তিনি তার নিজ মৎস্য ঘেরের আইলে শিম চাষ করে এই মহুর্তে বাজারজাত করতে শুরু করেছেন এবং ভাল দাম পাওয়ায় আশে পাশের অনেকেই আগাম শিম চাষে উদ্বুদ্ধ হয়েছেন। সরেজমিনে উক্ত শিম ক্ষেত ঘুরে দেখা গেছে আগাম জাতের শিমের বীজ ৩ মাস আগে নিজ মৎস্য ঘেরের আইলে রোপন করেন উক্ত কলেজ শিক্ষক। প্রায় ৪০ শতক ঘেরের আইলের জমিতে আগাম শিম চাষের পাশাপাশি ঘেরের মধ্যে ইপসা-২, বারি ৪ জাতের ও বিভিন্ন প্রকার মাছ চাষ করায় উভয় চাষে লাভের আশা দেখছেন স্থানীয় অনেক কৃষক। শিম চাষী কলেজ শিক্ষক জানান, বিগত ১ সপ্তাহ আগে শিম তোলা শুরু হয়েছে এবং বাজারে প্রতি কেজির মূল্য ১০০ থেকে ১২০ টাকা পাওয়া গেছে। তিনি বলেন, উপজেলা কৃষি অফিসের এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রা এর পরামর্শে আগাম জাতের শিমের বীজ সংগ্রহ করে বীজ রোপন করি। তিনি বলেন, বীজ রোপনের পর কৃষি বিভাগের পরামর্শে নিয়মিত সার ও কীটনাশক ব্যবহার করায় পোকামাকড়ের কবল থেকে রক্ষা পায় এবং রোপনের পর থেকে গাছ সম্পূর্ণ সবুজে ভরা থাকে। তিনি প্রথম বারে আগাম শিম চাষে ভাল ফলন পেয়ে অত্যান্ত খুশি হয়েছেন এবং তার ঘেরের আইলে এবং অন্যান্য পরিত্যক্ত জমিতে আগামীতে আগাম জাতের নানান ফসল লাগানোর আগাম প্রস্তুতি নিয়েছেন বলে জানান। এদিকে মহারাজপুর, মঠবাড়ী ও কালনা , শ্রীরামপুর সহ আশে পাশের অনেক গ্রামের কৃষকরা একজন কলেজ শিক্ষকের কৃষি ফসলের উপর আগ্রহ এবং শিম ক্ষেত দেখে তারাও এ ধরনের চাষে আগ্রহী। এ বিষয় উপসহকারি কৃষি কর্মকর্তা ফারুক হোসেন জানান, লবণাক্ত এলাকা এবং যার আশে পাশে চলতি বর্ষা মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড় ইয়াসের লবন পানিতে প্লাবিত হয়েিেছল, অথচ শিক্ষক শাহাবাজ আলী সবকিছু ভয় উপেক্ষা করে নিজেই পরিচর্যা করে তার মাছের ঘের ও তার পাড়ে থাকা শিম ক্ষেত আগলে রেখেছেন। তিনি বলেন, শিম গাছে ফুল আসার সাথে সাথে কয়েক দিনের টানা বৃষ্টিতে চারদিকে যখন পানিতে থই থই করছে তখন অনেকটা ভাবনায় ফেললেও ঘেরের আইল সামান্য জেগে থাকায় আজকের এই সাফল্য।
এ বিষয় সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ বলেন, বারি শিম ১, ২ ও ৪ আগাম চাষ করা যায়। শিম একটি উচ্চ মূল্যের সবজি। যদি কৃষকরা শিম চাষে আগ্রহী হয় তাহলে লাভবান হতে পারবে। কৃষকরা চাষাবাদ করতে চাইলে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

ফকিরহাটে কৃষকের ৭০০ টমেটো গাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা।

ডুমুরিয়ায় সবজির দাম কমলেও চড়া আলু-রসুনের বাজার

ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফকিরহাটে এসএসিপি’র টমোটো চাষ পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল

প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে মঠবাড়িয়ায় রবিশস্যের বীজ বিতরণ

বৃদ্ধি পেয়েছে ইঁদুরের উৎপাত দাকোপে মাজরা পোকার আক্রমনে দিশেহারা কৃষকরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।