কয়রা প্রতিনিধিঃ উপকূলীীয় এলাকা কয়রায় করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে দূর্যোগ ব্যস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আম্পানে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র নারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদের সামনে ৬৫ টি পরিবরে ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আনিমেষ বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, কয়রা উপজেলা যুব মহিলা লীগের সবাপতি সুমাইয়া আমিন লতা। আম্পানে ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সোয়াবিন তৈল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ও ৫০০ গ্রাম নুডুলস প্রদান করা হয়। এসব ত্রাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র নারীরা সন্তোষ প্রকাশ করেন।