কয়রা সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামে ৭ নং ওয়ার্ডের ৫০০ ফুট ক্ষতিগ্রস্থ ইটের সলিং রাস্তা এলাকাবাসী ইউপি মেম্বর মোঃ লুৎফর রহমানের সহযোগিতায় সংস্কার করা হয়েছে।
জানা গেছে, আম্পানপরবর্তী কয়রা বেকাশি সড়কসহ আশেপাশের সকল রাস্তাঘাট জোয়ার ভাটার পানিতে ভেসে যাওয়ায় ৪ নং কয়রা সরকারি পুকুর পাড় হতে হবি ঢালীর মোড় পর্যন্ত ৫০০ ফুট ইট সলিং রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এছাড়া উত্তর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মানুষ সহ সকল প্রকার যানবাহন সামান্য এই রাস্তা দিয়ে চলাচল করায় সম্প্রতি উক্ত রাস্তা ঝুকিপূর্ণ হয়ে পড়ে। ফলে স্থানীয় ইউপি মেম্বর নিজ খরচে ইট বালি ক্রয় করে এলাকা বাসির সহযোগিতায় শনিবার উক্ত রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন। অপর দিকে স্থানীয় তারেফিয়া জামে
মসজিদ কমিটি ও স্থানীয় পাইলট যুব সংঘের সদস্যরা রস্তা সংস্কার কাজে দিনভর সেচ্ছাশ্রমে কাজ করেছেন। এ বিষয় ইউপি সদস্য লুৎফর রহমান জানান, বিগত বছরের ২০ মে আম্পান ঝড়ে বেঁড়িবাঁধ ভেঙে কয়রা সদর ইউনিয়নের টি গ্রাম ভেসে যাওয়ায় সামন্য এই ৫০০ ফুট ইট সলিং রাস্তাটি চলাচলের জন্য জনগুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তিনি বলেন, ছোট বড় সহ ভারী যানবাহন চলাচল করায় বিগত বছরের জুলাই মাসে রাস্তাটি মারাক্তক ক্ষতিগ্রস্থ হওয়ায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবুর নির্দেশে নিজ খরচে রাস্তাটি দুই দিনের মধ্যে সংস্কার করি। তিনি আরও বলেন, ৩ টি ইউনিয়নের মানুষ সহ সকল প্রকার যানবাহন চলাচল করায় রাস্তাটি পুনরায় ঝঁকিপূর্ণ হওয়ায় আমি আবারও নিজ খরচে এলকাবাসীর সহযোগীতায় সংস্কার কাজ শুরু করেছি। এ বিষয় মসজিদ কমিটির সদস্য হারুন বলেন, দীর্ঘ দিন ধরে এ রাস্তার বেহাল অবস্থার কারনে মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে, এই মহুর্তে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সরকারি ভাবে সংস্কারের উদ্যোগ নিলেও কাজের
বিলম্ব হওয়ায় মেম্বর লুৎফর রহমান বারবার নিউ উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় মানুষসহ যানবাহন চলাচলের উপযোগী করে তুলেছে।