কয়রা প্রতিনিধিঃ কয়রায় পরিত্রানের ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় যৌন হয়রানী, প্রজনন স্বাস্থ্য ( এসআরএইচআর) যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধে কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল বিষয়ে ডায়ালগ অনুষ্টিত হয়। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডঃ কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত। বিশেষ
অতিথি ছিলেন মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোহসিন আলী, যুব উন্নয়ন অফিসার আঃ রশিদ ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির। পরিত্রানের সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জল দাসের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল,সহকারি অধ্যাপক আ,ম,ব আঃ মালেক প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা,সাংবাদিক সদর উদ্দিন,রিয়াছাদ আলী,শিক্ষক বরুন কুমার বৈরাগী,বিবাহ রেজিস্টার মাওলানা ইউনুছ আলী, মসজিদের ইমাম হাফেজ মনিরুজ্জামান,স্বাস্থ্য কর্মি
ওম্মেহানী, ধীরেশ মাহতো, নিরাপদ মুন্ডা, বাসন্তী মুন্ডা,পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দীন প্রমুখ।