মহামারি করোনায় কর্মহীন মানুষ ও অস্বচ্ছল পরিবার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা পরিষদ। জানা গেছে, হটলাইন ও সরাসরি যোগাযোগ করায় চলমান দূর্যোগ মহুর্তে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া সহ উপজেলা পরিষদে মাঝে মধ্যে এমন ব্যবস্থা করা হয়।
গত ৭ জুলাই থেকে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত সামাজিক নিরাপত্তা বজায় রেখে ৫ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে চাউল, ডাউল, আলু, পেয়াজ, লবণ, তৈল সহ মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া সম্প্রতি সরকারিভাবে বরাদ্ধ পাওয়া অর্ধকোটি টাকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে কর্মহীন শ্রমজীবি মানুষের খাদ্য সামগ্রী ক্রয় করে বিতরনের প্রস্তুতি চলছে। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান কে সাড়ে ৬ লক্ষ টাকা খাদ্র সামগ্রী ক্রয় করে কর্মহীন ও অস্বচ্ছল পরিবার সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে দ্রুত বিতরনের নির্দেশ দেওয়া হয়েছে।