কয়রা (খুলনা) প্রতিনিধি : আওয়ামীলীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষকলীগের খুলনা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কৃষকলীগের পূনবির্ন্যাসের লক্ষে কয়রা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার নেতাকর্মীদের নিয়ে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রভাষক শাহাবাজ আলীর সভাপতিত্বে ও শাহনেওয়াজ শিকারী ও শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বিশেষ এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা কৃষকলীগ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, দিদারুল ইসলাম, নিরঞ্জন সরকার, জয় গোপাল সরকার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া সুলতানা লতা, বাবু রমেশ চন্দ্র সরকার, কয়রা সদর কৃষকলীগ আহবায়ক এফএম সিরাজুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পাঁচ শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিশেষ বর্ধিত সভায় বক্তারা কয়রা উপজেলায় কৃষকলীগ কে জেলার একটি মডেল কৃষকলীগ হিসেবে রুপান্তরিত করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিশেষ বর্ধিত সভায় নেতৃবৃন্দ কয়রা উপজেলা কৃষক লীগ কে শক্তিশালী করতে প্রভাষক শাহাবাজ আলীকে আহবায়ক, প্রভাষক শাহনেওয়াজ শিকারীকে যুগ্ম আহবায়ক এবং শাহিনুর রহমান শাহিনকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ঠ একটি সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেন। সভায় সকল নেতকর্মী কয়রা উপজেলা কৃষকলীগের নতুন সম্মেলন প্রস্তুত কমিটি কে অভিনন্দন জানান।