কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষ্যে গ্রীন বেল্ট ফেইজ-২ প্রকল্পের আওতায় খুলনা জেলায় ১৯ লক্ষ ২০ হাজার গাছের চারা রোপানের কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। এরপর বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন শেষে কয়রা উপজেলা পরিষদ চত্বরে ৩ লক্ষ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের লক্ষে গাছের চারা লাগিয়ে কয়রা উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিকী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, সুন্দরবন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম, কয়রা থানার এসআই শারাফাত হোসেন প্রমুখ।