সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
কয়রায় গৃহহীনদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহনির্মাণ কার্যক্রম অব্যহত আছে: এমপি বাবু | চ্যানেল খুলনা

কয়রায় গৃহহীনদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহনির্মাণ কার্যক্রম অব্যহত আছে: এমপি বাবু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শেখ হাসিনার উপহার গৃহহীনদের ঘর নির্মাণ কার্যক্রম অব্যহত আছে বলে জানিয়েছেন সাংসদ আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি গতকাল কয়রা উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা, মাসিক সাধারণ সভা ও মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারা দেশের ন্যায় কয়রা উপজেলায় ২৫০ টি গৃহনির্মানের কাজ চলমান আছে। এসব ঘর ভবঘুরে, গৃহহারা, অস্বচ্ছল বিধবা সহ ভূমিহীন পরিবারে সরকারি খাস জায়গায় নির্মাণ করা হবে। এছাড়া এ ধরনের ঘর সারা বছর ধরেই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বিতরণ কাজ অব্যহত থাকবে এবং আগামী ৩ বছরের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর উপজেলার প্রতিটি এলাকায় দৃশ্যমান হবে। এদিকে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে অসুস্থ ও অসহায় ব্যক্তিদের প্রধানমনস্ত্রীর অনুদানের চেক বিতরণ করেন সংসদ সদস্য এবং এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ সানা ও নাছিমা আলম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, কবি শামসুর রহমান, এইচ এম হুমায়ুন কবির, সরদার নুরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ খান, উপজেলা ছাত্রলীগের সাদারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদল সহ সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অতঃপর আইন শৃঙ্খলা সহ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক
সাধারণ সভা সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে সভা শেষে মাননীয় সংসদ সদস্য সকল সরকারি কর্মকর্তাদের উদ্যেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে সারা দেশে উন্নয়ন অব্যহত রেখেছে তিনি বলেন, আপনার সরকারের সকল সুবিধা ভোগ করে উপজেলার উন্নয়নে ভাল কাজ করবেন এবং মহামারি করোনার ২য় ঢেউ থেকে জনগণকে রক্ষা করতে নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষকে সচেতনতা বাড়াতে চেষ্ঠা করবেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় অনুমোদন বিহীন এন্টিবায়োটিক বিক্রয় : দুই বিক্রেতাকে জরিমানা

পাইকগাছায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে

নগরীর ৮নং ওয়ার্ড আহবায়কের শয্যাপাশে বিএনপির নেতৃবৃন্দ

প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে উপ-উপাচার্যের মতবিনিময়

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্মরণসভা ও দোয়া মাহফিল

ডুমুরিয়ায় ৮৪৫ হেক্টর জমিতে ডায়াবেটিক ধানের বাম্পার ফলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।