কেয়া সুলতানাঃ ঘূর্ণিঝড় আম্পানের নিষ্ঠুর তান্ডবের পরে জোয়ারের পনিতে খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা থানার হরিণখোলার গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের নদীর ভেড়ি বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারন মানুষের জীবনযাত্রা। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর ফসলী জমি। বিভিন্ন স্থানে বেড়ী বাঁধ ভেঙ্গে অনেক জায়গায় পোল থেকে বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন , বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কয়রা থানার বেশির ভাগ গ্রাম এখনও পানিতে আর্ধনিমগ্ন।প্রচন্ড ঝড়ে অনেক বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়েছে।ঘূর্ণিঝড়ে কোনো মৃত্যু ঘটেনি। সাধারন মানুষ প্রয়োজনীয় পানি ও খাবার সংকটে আছে।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. জাফর রানা বলেন, ঘূর্ণিঝড় আম্পানে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় উপজেলা কয়রার ৪টি ইউনিয়নের ৫২টি গ্রাম সম্পূর্ণ এবং আরও ২টি ইউনিয়নের ২৪টি গ্রাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২১টি স্থানে বাঁধে ভেঙে গেছে। ৫১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ১ লাখ ৮২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সেনাবাহিনীদের তৎপরতায় নদীতে বাঁধ পূনরুদ্ধারের কাজ চলছে।