কয়রা প্রতিনিধিঃ টেকসই মৌচাষ উন্নয়ন এবং মৌপন্য বিপণনের মাধ্যমে মৌচাষিদের আয়বৃদ্ধিকরন ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি এবং মৌপণ্যের সাথে সম্পৃক্ত স্টোকহোল্ডারদের অংশ গ্রহনে পলিসি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাসা ফাউন্ডেশনের বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ। কর্মশালায় মুল বিষয়ে উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয়ের প্রফেসর ড. আহসানুল হক স্বপন। স্বাগত বক্তব্য রাখেন বাসা ফাউন্ডেশনের প্রকল্প সম্বনয়কারী মোঃ রেজাউল করিম। এতে আরও বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম, সাংবাদিক রিয়াছাদ আলী, শাহজাহান সিরাজ, সাইদুল ইসলাম, মধু ব্যাবসায়ী জিএম বুলবুল আহমেদ, খোদা বক্স গাইন, মধু আহরনকারী শহিদুল ইসলাম, নওশের আলী প্রমুখ।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, মধু ব্যাবসায়ী ও মধু আহরনকারীরা অংশ গ্রহন করেন।