কয়রা প্রতিনিধি :: কয়রা উপজেলার ৪ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দরিদ্র ও হতদরিদ্রদের ট্যাংকি ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮০ টি দরিদ্র পরিবারে এবং ৮০ জন হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানির ট্যাংকি ও সেলাই মেশিন বিতরণ করেন এনডিসি, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মোঃ ইকবল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেশ বিশ^াস, এলজিএসপি-৩ ডিএফ শ্যামল কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি সদস্য শাহাদাত হোসেন, মহিলা সদস্য নুরজাহান সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহারাজপুর ইউনিয়নে নারীদের আর্থ-সামাজিক উন্নয়নসহ শিক্ষিত বেকার নারী যারা কোন কর্মের সাথে জড়িত নাই, তাদের জীবন উন্নয়ন ও বেকার মুক্ত করার লক্ষেই ২০২০-২০২১ অর্থ বছরের এডিপি ও এলজিএসপি-৩ অর্থায়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। দুপুর ১২ টায় উপজেলা পরিষদে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় বিনিময়। মত বিনিময় সভায় উপস্থিত বক্তরা প্রধান অতিথির নিকট কয়রার বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। তিনি তা মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায় ক্রমে সেগুলো সমাধানের চেষ্টা করবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। পরে তিনি কয়রা উপজেলার গাতিরঘেরী ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন।