কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ, দৌলতপুর খুলনা এর আয়োজনে ও গোপালগঞ্জ জেলার বিএআরআইবি এর কৃষিগবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল পরিবেশ প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদার করনের মাধ্যমে কৃষির উন্নয়ন পকল্পের অর্থায়নে কয়রায় বিএআরআইবি বিভিন্ন ফল চাষের আধুনিক কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে দিন ব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারি মোঃ জাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রশিক্ষণ দেন উপ প্রকল্প পরিচালক খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা মাশরুকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সদরউদ্দীন আহম্মদ, কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ., কৃষক রবীন্দ্র ঢালী,কৃষ্ণা ঢালীও আঃ হালিম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষককে ফল চাষের আধুনিক কলাকৌশল শেখানো হয়। এসময় কৃষক প্রশিক্ষনে বক্তারা বলেন এখন বর্ষাকাল । গাছ লাগানোর উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছেন দেশে এক ইঞ্চি জায়গাও যেন খালি পড়ে না থাকে। সে জন্য সকলকে গাছ লাগানোর জন্য উদ্ধুদ্ধ করেন। আলোচনা শেষে কৃষকদের মাঝে অতিথিরা ফলের চারা বিতরণ করেন এবং কয়রায় ২ জন কৃষক কে ১ বিঘা করে ২ বিঘা জমিতে মিশ্র ফলের বাগান স্থাপন করতে তাদের পেয়ারা, মাল্টা ও আমের চারা বিতরণ করেন। মিশ্র ফলের বাগান পেয়ে রবীন্দ্র ঢালী খুশিতে বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমার ১ বিঘা জায়গায় মিশ্র ফলের বাগান করতে ফলের চারা, বেড়া সরঞ্জাম, সার, কীটনাশক দিয়েছেন এবং আমাকে খেত তৈরী ও চারা রোপনের প্রশিক্ষণ দিয়েছেন।