কয়রা (খুলনা) প্রতিনিধি :: কয়রায় বাগালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আঃ সামাদ গাজীকে গণসংবর্ধণা দিয়েছেন নারাণপুর এবং ফতেকাটি গ্রামবাসী। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি বর্গ,৭ নং ওয়াডের্র নারাণপুর ও ফতেকাটি গ্রামে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় শেষে নারাণপুর লঞ্চঘাটে গণসংবর্ধণায় যোগ দেন। নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে ক্রেস্ট হাতে তুলে দেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর আছাফুর রহমান হালিম। এসময় কয়রা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচ এম নজরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর আছাফুর রহমান হালিম, ৮ নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান খোকন, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু হাসান, ৩ নং ওয়ার্ড সভাপতি মোসলেম, নব-নির্বাচিত মহিলা সদস্য রেশমা খাতুন, ৫ নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলামসহ স্থানীয় ছাত্রলীগ নেতা সাব্বির রহমান নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। ওয়ার্ডবাসীর পক্ষ থেকে গণসংবর্ধণা আয়োজন করা হলেও ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের শত শত নেতাকর্মী, নব-নির্বাচিত ইউপি সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত হওয়ায় গণসংবর্ধনায় রুপ নেয়। সভার আয়োজক কমিটির প্রধান আঃ আছাফুর রহমান হালিম জানান, জনাব আলহাজ¦ আঃ সামাদ গাজী ২০১৬ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে পরাজিত হলেও ২০ সেপ্টেম্বর নির্বাচনে বাগালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালবাসায় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, তার নিকটতম প্রার্থীকে সাড়ে ৫ হাজার ভোটে পরাজিত করায় অত্র ইউনিয়নে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সভায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ¦ আঃ সামাদ গাজী ইউনিয়নবাসীর উদ্যেশ্যে জানান, তিনি একটি দলের পক্ষে নির্বাচিত হলেও সাধারণ মানুষের সাথে তার কোন দল নেই। তিনি বলেন, এলাকায় অধিকাংশ মানুষ কৃষক, শ্রমিক ও দিন মজুর এবং তারা নির্বাচন আসলে একজন যোগ্য মানুষকে নির্বাচিত করেন। এছাড়া আমি গিত নির্বাচনে আপনাদের ভালবাসা পেলেও সামান্য ভেটে পরাজিত হওয়ার পর বিগত ৫ বছর আপনাদের সুখে দুঃখে বিপদআপদে পাশে ছিলাম। যে কারনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ইউনিয়নের রাস্তাঘাট, ওয়াপদা বাঁধ, মসজিদ, মন্দির, পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। কৃষি ব্যবস্থাকে পরিবর্তন ঘটিয়ে কৃষকের মুখে হাসি ফোটাতে চাই। তিনি আরও বলেন, বাগালী ইউনিয়নকে মাদকমুক্ত আধুনিক ও মডের ইউনিয়ন রুপান্তর ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করব ইনশাআল্লাহ এবং আপনাদের মূল্যবান ভোটের মর্যাদা ক্ষুর্ণ হয় এমন কিছু করব না।