সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কয়রায় ভারতীয় নাগরিক সন্ত্রাসীদের নিয়ে চিংড়ী ঘের লুটপাট করায় সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

কয়রায় ভারতীয় নাগরিক সন্ত্রাসীদের নিয়ে চিংড়ী ঘের লুটপাট করায় সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি :: কয়রায় এক ভারতীয় নাগরিক অসিত মন্ডল(৭৭) স্থানীয় চিহ্ণিত সন্ত্রাসীদের সহযোগিতায় চিংড়ী ঘের লুটপাট করায় কয়রা প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন জ্যোতি প্রসাদ মন্ডল। তিনি রোববার বিকাল ৩ টায় লিখিত বক্তব্যে জানান, উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বিনাপানি গ্রামের ভারতীয় নাগরিক অসিত মন্ডল ও ভাড়াটিয়া গু-া দিয়ে আমার পৈত্রিক ও ডিসি আর নেওয়া ২৭ বিঘার জমির চিংড়ী ঘেরে বারবার লুটপাট করে আসছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কয়রা থানা অফিসার ইনচার্জ সহ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অবগত আছেন। তিনি বলেন, অসিত মন্ডল ও তার শ্যালক আসুতোষ রায় এবং ভাড়াটিয়া গুন্ডা স্থানীয় বিল্লাল শেখ, ডালিম শেখ, রেজয়ান গাজী, শফি গাইন, শরিফুল গাইন, জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোর্টের ১৪৪ ধারার মামলায় নিষেধাজ্ঞা থাকা সত্বেও উল্লেখিত আসামীরা তা মানে না। এছাড়া পুলিশের নির্দেশ ও ইউপি চেয়ারম্যানের নির্দেশ না মেনে উল্লেখিত আমসামীগণ আমার চিংড়ী ঘেরে লাঠিশোঠা এবং দা’ কুড়াল, নিয়ে ঘেরের বাসা ভাঙচুর করে ঘের থেকে জোর পূর্বক মাছ মারায় আমি কয়রা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৮২/২১ নং সিআর মামলা করি। তিনি বলেন, আমার পৈত্রিক এসএ ৬২০ নং খতিয়ানে একাধিক দাগে ১২ বিঘা এবং সরকারি সাড়ে ১৫ বিঘা এনিমি সম্পত্তি আমার পিতা এবং তার মৃত্যুর পর দীর্ঘ ৪০ বছর সরকারের রাজস্ব দিয়ে ডিসিআর মূলে পূর্বে ধান চাষ এবং বর্তমানে চিংড়ী চাষ করে আসছি। কিন্তু আমার বংশীয় অসিত মন্ডল দীর্ঘ ৫০ বছর ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বসবাস করে এবং সেখানের ভোটার তালিকায় অসিত মন্ডল তার স্ত্রী সবিতা মন্ডল , পুত্র দীপংকার মন্ডল, স্ত্রী জয়ন্তী মন্ডল নাম আছে। এমনকি সেখানে তারা রেসন কার্ড এবং সর্বশেষ ২০১৬ সালে ভোট দিয়েছেন। সংবাদ সম্মেলনে জ্যোতি আরও জানায়, অসিত মন্ডল ভারতে বিভিন্ন সন্ত্রাসী দলের সাথে থাকায় একাধিক মামলায় জড়িয়ে পড়ার কারনে পালিয়ে বাংলাদেশে ফিরেছ্।ে তিনি বলেন, অসিত অর্ধশত বছর দেশে ফিরে এলাকার চি‎িহ্ণত সন্ত্রাসীদের সাথে মিশে ঘের দখল, লুটপাট করা, হুমকী ধামকি দিয়ে অর্থ আদায়সহ নানান অপকর্মের সাথে জড়িয়েছে। এছাড়া সন্ত্রাসী অসিত ও বিল্লাল শেখ পুলিশ ও উপজেলা প্রসাশনের কাছে তাদের অন্যায় কাজে সহযোগিতা না পেয়ে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আমার নামে মিথ্যা মামলা ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। এবিষয় দক্ষিণ বেদকাশি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলীর সাথে কথা বললে তিনি জানান, ভারতীয় নাগরিক অসিত ও স্থানীয় সন্ত্রাসী বিল্লাল শেখ জ্যোতি মন্ডলের চিংড়ী ঘেরে আগে দা’ কুড়াল নিয়ে প্রকাশ্যে লুটপাট করত। কিন্তু জ্যোতি সংসদ সদস্যের কাছে অভিযোগ দিলে তিনি আমাকে বিষয়টি দু’ পক্ষকে নিয়ে মিমাংসার কথা বলেন। এছাড়া উপজেলা সহকারি কমিশনার ভুমি সম্প্রতি সরেজমিনে উক্ত চিংড়ী ঘের তদন্ত করেন এবং আমি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও একাধিক মেম্বর উপস্তিত ছিলেন। এসময় সহকারি কমিশনার উক্ত চিংড়ী ঘের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাকে দেখভালের দায়িত্ব দেয়। অতঃপর অসিত ও বিল্লাল বাহিনী চিংড়ী ঘেরে চুরি করে মাছ মারতে গেলে আমি গ্রাম পুলিশ দিয়ে তাদের তাড়িয়ে দেই এরপর উক্ত অসিত আমাকে ও আমার ছেলের নামে আদালতে ঘের দখলের মিথ্যা মামলা করেছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দাকোপে জোর পূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দাকোপে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

দাকোপে সরকারি জায়গায় পাকা স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন নীরব

দাকোপে সাংবাদিকদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতবিনিময়

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।