কয়রা (খুলনা) প্রতিনিধি :: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, সবার আগে সংগঠন, সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের কোন বিকল্প নেই। সাংগঠনিক কাজে কোন দ্বিমত থাকতে পারবে না। যেখানেই থাকি নিয়ম মানতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে। তেমনি কয়রায় আওয়ামী সেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই। এবং এই সংগঠন একটি শক্তিশালী সংগঠন হিসেবে কাজ করবে। তিনি সোমবার বিকাল ৪ টায় স্থানীয় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ আয়োজিত জেলা সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, খুলনার প্রত্যন্ত এই উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে দলীয় কর্মসুচি পালন করে থাকে। তিনি বলেন, আগামী ৬ নভেম্বর খুলনা জেলা সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার নির্বাচনী এলাকা কয়রা ও পাইকগাছা উপজেলা থেকে সম্মানীও কাউন্সিলার ও ডেলিগেটবৃন্দ সম্মেলনে যোগ দেবে। এছাড়া আগামী দিনে কয়রায় এই সংগঠনকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে এলাকায় সেবামূলক কাজে এগিয়ে আসবে এবং আওয়ামীলীগকে শক্তিশালী করতে কাজ করবে। উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাডঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজল ও আকতারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নব-নির্বাচিত ইউপি চেয়াম্যান এসএম বাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, লুৎফর রহমান, পাইকগাছা যুবলীগ নেতা আকরামুল ইসলাম, যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া আমিন লতা, সাধারণ সম্পাদ মিলি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, কয়রা সদর সভাপতি জিয়াদ আলী, মহারাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাষ্টার খায়রুল আলম, ্উত্তর বেদকাশি সাধারণ সম্পাদক গনেষ মন্ডল, আমাদী সাধারণ সম্পাদক নির্মল কুমার দাস সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।