কয়রা (খুলনা) প্রতিনিধিঃ মহামারি করোনার বিপর্যয় এড়াতে এবার কয়রা উপজেলার ৫৫ টি মন্দিরে শারদীয় দূর্গোৎসব সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করার জন্য হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের নিকট অনুরোধ জানানো হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসন্ন দূর্গা পূজা উপলেক্ষে সরকারি আর্থিক সহায়তা বিতরণ কালে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জাামান বাবু একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫৫ টি পূজা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি চাউল এর ডিও লেটার দেওয়া হয়। এছাড়া সরকারি সহায়তার পাশাপাশি মাননীয় সংসদ সদস্য ব্যক্তিগতভাবে প্রতিটি মন্দিরে নগত অর্থ বিতরণ করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহসিন রেজা , উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংসদ এর আগে উপজেলা পরিষদের একাধীক সভায় বক্তব্য রাখেন। এবং আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকায় দ্রুত রাস্তাঘাট নির্মাণ করা সহ ক্ষতিগ্রস্থ মানুষকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। অতঃপর সাংসদ আম্পানে ক্ষতিগ্রস্থ দুস্থ অসহায় পরিবারে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ চেক বিতরণ করেন। এছাড়া বিকাল ৪ টায় কপোতাক্ষ কলেজের নবনির্মিত বহুতল বিশিষ্ঠ আই সি টি ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য।