শাহজাহান সিরাজ, কয়রা(খুলনা) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনার প্রেক্ষিতে কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবুর প্রচেষ্টায় কয়রা উপজেলা এখন শতভাগ ভাতার আওতায় গৃহীত হয়েছে। উল্লেখ্য প্রথমে দেশের ১০০ উপজেলা এবং বিশেষ বিবেচনায় আরও ১২ টি উপজেলাকে চলতি ২০২০-২১ অর্থ বছরে শতভাগ বিধবা, বয়স্ক ও প্রতিবিন্ধী ভাতার তালিকাভূক্ত করেছে সরকার। এদিকে খুলনার কয়রা উপজেলাকে চলতি অর্থ বছর থেকে শতভাগ ভাতার আওতায় অন্তর্ভূক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় এমপি শেখ হেলাল ও মাননীয় সমাজকল্যানমন্ত্রী কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু। অন্যদিকে কয়রা উপজেলায় গেল ২০১৯/২০ অর্থ বছর পর্যন্ত বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী , প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সহ দলিত সম্প্রদায়ের মোট ১২ হাজার ৬৮০ জন ভাতা পেয়ে যাচ্ছেন।এছাড়া চলতি ২০২০/২১ অর্থ বছরে শতভাগ ভাতার তালিকা করা হলে এ উপজেলায় সর্বমোট প্রায় ৩০ হাজার ভাতার আওতায় আসবে বলে উপজেলা সমাজসেবা অফিস জানিয়েছেন। বর্তমান উপজেলার ৭ টি ইউনিয়নে ৬ হাজার ৯৪২ জন বয়স্ক নারী ও পুরুষ, ২৮২৩ জন বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারী, ২৬৬৫ জন প্রতিবন্ধী, ২০০ জন প্রতিবিন্ধী শিক্ষা উপবৃত্তি ও ৫০ জন দলিত সম্প্রদায়ের স্কুলগামী ছেলেমেয়েরা উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে মাসিক ভাতা পেয়ে যাচ্ছেন। উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার প্রেক্ষিতে বাংলাদেশ পরিসংখ্যান বুরো (বিবিএস) কতৃক প্রকাশিত প্রভার্টি ম্যাপস অফ বাংলাদেশ ২০১০ অনুযায়ী সর্বাধিক দরিদ্রপ্রবণ ১০০ উপজেলা এবং বিশেষ বিবেচনায় ১২ টি উপজেলা শতভাগ এ ধরনের ভাতার আওতায় এনেছে সরকার। তিনি বলেন, সরকারের বিদ্দমান নীতিমালা অনুযায়ী চলতি অর্থবছর থেকে কয়রা উপজেলায় নতুন করে প্রায় ১৫ হাজার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও শিক্ষা প্রতিবন্ধীর তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু করা হয়েছে এবং গত জুন মাস থেকে এ উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ এ ভাতার আওতায় আসবে। এদিকে কয়রা উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে শতভাগ ভাতার আওতায় আনায় কয়রাবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবুকে অভিনন্দন জানানো হয়েছে।