কয়রা (খুলনা) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননায় তীব্র নিন্দা প্রতিবাদ এবং ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়রা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা প্রেসক্লাবের নিচে (তিন রাস্তার মোড়ে) পথ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও রোকনুজ্জামান কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, এ্যাডঃ আরাফাত হোসেন, ইমদাদুল হক টিটু, আল আমিন খোকন, গনেষ চন্দ্র, মেজবাহ উদ্দীন মাসুম, রবিউল ইসলাম রবিন,জাকারিয়া, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম সজিব, সহ সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা, মাসুদ রানা,তরিকুল সাগর, মাসুদ রানা শেফার,রিজভী, ফেরদাউস, বিল্লু, বেল্লাল, নিতিশ, মোস্তাফিজ, আশিক তুহিন সহ ওয়ার্ড, ইউনিয়ন থেকে উঠে আসা হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মী সহ আওয়ামীলীগ যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, আজকের এই ডিসেম্বর মাসে কি দেখলাম,! যিনি তিলতিল করে তার জীবনের সবকিছু দিয়ে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা করা হয়েছে।একাজ করতে পারে তারাই যারা একাত্তর সালে বাংলাদেশকে স্বীকার করেনি। তারা আজ বাংলাদেশ কে অস্থিতিশীল করার জন্য রাতের আধারে অন্ধকারে চোরের মত বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা করেছে। এসময় ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, রাতের অন্ধকারে চোরের মত এসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হানেন সাহস থাকলে দিনের বেলায় আমাদের সামনে আসেন। আমরা ছাত্রলীগ কর্মীরা সবসময় রাজপথে আছি, মাঠে আছি। তিনি আরও বলেন, সারাদেশে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী জাতির পিতার আদর্শ ধারণ করে চলে। সমাবেশে যড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।