কয়রা (খুলনা) প্রতিনিধি :: কয়রায় কয়রা সরকারি মহিলা কলেজের ২০২১ সালের এইচ এস সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর সকাল ১১ টায় বিদ্যালয় চত্তরে বাংলা বিভাগের প্রভাষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক নুরুজ্জামান ও জহুরুল হকের সঞ্চালনায় বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধাক্ষ্য এইচ এম নজরুল ইসলাম। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি এইচএম নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চরম শিখরে পৌছাতে পারে না। সে জন্য তোমাদেরকে পড়াশুনায় আরও মনোযোগী হয়ে ভাল ভাবে পরিক্ষা দিতে হবে। এবং ভালো ফলাফল করে দেশ জাতি ও সমাজের মুখ উজ¦ল করার পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহনের সিড়ি বেয়ে রাষ্ট্রের উচ্চ স্থান দখল করবে এই দোয়া কামনা করছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইংরেজি প্রভাষক রেজাউল করিম, ইসলাম শিক্ষা প্রভাষক মোস্তফা অলিউল্লাহ, ও প্রভাষক উম্মে সালমা পারভীন, বিদায়ী ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, ফারজান, তানিয়া ও মেহেরুন্নেছা। প্রথম বর্ষের ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, ফারহানা, নাজমুন্নাহার, ফারজানা, মারিয়া, তানিয়া ও সুরাইয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মোনাজাত করেন মাওলানা মোস্তফা অলিউল্লাহ।