খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পথের বাজারে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র উদ্যোগে রোববার বেলা ১১ টায় মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, করোনার এই মহামারিদে আমার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে খাদ্য ও অর্থ সহায়তা, অক্সিজেনের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাসহ অন্যান্য সেবা প্রদান অব্যাহত রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় জনগণের মাঝে এই মাস্ক বিতরণ করা হচ্ছে।
‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি শেখ রিয়াজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিপন কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ রায়হান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মুন্জুর হোসেন, সেনহাটী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি সৈয়দ মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক খান আবু সাইদ, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা মোঃ সামসুল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামান, সদরের এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ রাজিবুল হাসান, শেখ সাইদুর রহমান, ফেরদাউস ইসলাম সোহেল, পরাগ পারভেজ রুবেল, শেখ আলামিন, স্বর্ণালী খাতুন, বুলবুল, শেখ শিহাদ, আশিক, জীবন , মোস্তফা প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি