চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসের ভয়াল থাবায় স্থবির হয়ে যাওয়া মহানগরী খুলনার দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় এবং খানজাহানআলী থানা স্বেচ্ছসেবক দলের উদ্যোগে খানজাহান আলী থানার দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ পৌছে দেন থানা স্বেচ্ছসেবক দল নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, করোনার কারণে নগরীর খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছে।তাই আমরা খুলনা-৩ আসনের বিএনপির অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছি। ধারাবাহিকভাবে থানার প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষের নিকট আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ পৌছে দেবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দল নেতা মোঃকামরুল হাসান, মোঃশহিদুল ইসলাম, মোঃহুমায়ুন কবীর বেল্লাল,মোঃমামুন,মোঃশরিফুল,মোঃমিরাজ, মোঃশাহাজালাল,মোঃহায়দার,মোঃআব্দুল্লাহ,মোঃআলমগীরসহ প্রমুখ।- খবর বিজ্ঞপ্তি