খুলনার ঐতিহ্যবাহী খালিশপুর খাদেমুল ইসলাম কুরআনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম,আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব রহ. এর বিশিষ্ট খাদেম, প্রবীন আলেমে দ্বীন আলহাজ্ব হাফেজ মো.ফজলুল হক রহ. কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া শনিবার বিকাল ৪ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত খুলনা খালিশপুরে মরহুমের প্রতিষ্ঠিত খাদেমুল ইসলাম কুরআনিয়া মাদ্রাসা ও মসজিদ কম্পলেক্সে অনুষ্ঠিত হয়।
আলহাজ মো: মনিরুল ইসলাম বাশার এর সভাপতিত্বে মরহুমের সাহেবজাদা আলহাজ মাওলানা নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন শায়খুল হাদিস আল্লামা আব্দুর রউফ, পীরে কামেল আল্লামা আনোয়ারুল করীম,মুফতি মোরতাজা হাসান,মুফতি ওয়াহিদুল আলম,পীরে কামেল মাওলানা আবু জাফর কাসেমী,মাওলানা রিয়াদুল ইসলাম,মাওলানা হারুন সাহেম, আলহাজ ইসতিয়াক আহমদ আকন্দ,মাওলানা দ্বিন ইসলাম, মাওলানা ইব্রাহীম,হাফেজ নওশের,মাওলানা সরসার ইমরান হোসাইন, মাওলানা আবু জাফর সরদার,মাওলানা হাবিবুর রহমান,মুফতি রশিদ আহমাদ, মাওলানা মিজানুর রহমান হানাফি, মাওলানা রফিকুর রহমান,হাফেজ মাওলানা আল মামুন নূর,মাওলানা মাসউদুর রহমান,মাওলানা সাইফুল্লাহ, হাফেজ মাওলানা জি এম এমদাদুল হক মূল্যবান আলোচনা পেশ করেন।
তারা বলেন, হাফেজ মো.ফজলুল হক রহ. ছিলেন বোযর্গানে দ্বীনের নেক ছোহবাত প্রাপ্ত একজন হক্কানী আলেম। দেশ-বিদেশে রয়েছে তার হাতেগড়া অসংখ্য হাফেজে কুরআন ছাত্র। তিনি আজীবন মাদরাসা- মসজিদ প্রতিষ্ঠা, খাদেমুল ইসলামের খেদমতমূলক কর্মকান্ড,ছদর ছাহেব রহ. লিখিত কিতাবাদি প্রচার- প্রসারের কাজ করেছেন। খালিশপুরের জুটমিলগুলোতে অফিসার থেকে শুরু করে শ্রমিক লেবেল পর্যন্ত তার অগনিত বয়স্ক ছাত্রও আছে। মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।