খুলনার খালিশপুরের মেধাবী কৃতি সন্তান ফিরোজ হোসেন বাবু’র নির্মম মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় এলাকাবাসীর উদ্যোগে খুলনা নিউজপ্রিন্ট মিলস গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফিরোজ হোসেন বাবুর বোন জুলি আক্তার ববি, আমিনুল ইসলাম শাওন, রফিকুল ইসলাম স্বপন, খায়রুজ্জামান শামিম, লিটন আহমেদ, নুরুল আমিন নুর, ফারুক হোসেন, রাজু আহমেদ, পারভেজ আহমেদ ও আহমেদ মিরাজ। এ সময় নিহত ফিরোজ হোসেন বাবুর ছোট বোন মোসাম্মাৎ জুলি আক্তার ববি বলেন, আমার মা মিনু রহমান মারা যাওয়ার পর বাবা মোহাম্মদ আলী হোসেন দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সৎ মা আনজিরা বেগম বিভিন্নভাবে ভাইকে মারধর করত। খাবার দিত না রুমে আটকে রাখতো। নির্যাতনের ফলে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পরে। ভাইকে রুমে আটকে রেখে বিভিন্ন সময় মুখ বেঁধে মারধর করত। এ সময় বক্তারা বলেন, মারধর করার দিন মুখ বেঁধে মারধর করার কারণে তারা শুধু মারের আওয়াজ পায়। ২৮ নভেম্বর সকালে ঘরের তালা ভেঙে ফিরোজকে মুমূর্ষ অবস্থায় দেখে হাসপাতালে নিলে চিকিৎসকরা গায়ে আঘাতের চিহ্ন পাওয়ায় পুলিশের কাছে হস্তান্তর করে। ২৮ নভেম্বর দিবাগত রাত ৩টার পর ফিরোজ মারা যায়। বিষয়টি ধামাচাপা দিতে সৎ মা আনজিরা বেগম নানাভাবে চেষ্টা করছেন। তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। হত্যাকারীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। পরিবারের পাশে প্রশাসনকে দাঁড়ানোর আহ্বান জানান তারা। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মিনু আক্তার, জুয়েল হাওলাদার,শারমিন আক্তার, মো: খোকন, মো : রনি, বিপ্লব হোসেন, রবিউল হোসেন খান প্রমুখ।