নগরে ১৬ কেজি হাইভোল্টেজ চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক তারসহ দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় খালিশপুর থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো খালিশপুরের উত্তর কাশিপুরের আজিজুল বকসির ছেলে মো. শাহীন বকসি (২৩), নয়াবাটি বাংলার মোড়ের বাবুল হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (২৬), একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. বাদল গাজী (২২) এবং দক্ষিণ কাশিপুরের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. তানভীর হাওলাদার (২২)।
তাদের তাদের কাছ থেকে পল্লী বিদ্যুতের চুরি হয়ে যাওয়া ১৬ কেজি হাইভোল্টেজ তার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা (যার নং-২৫) হয়েছে।