নগরীর খালিশপুরে স্বামীকে হত্যার অভিযোগে সোনিয়া বেগম (২৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। স্বামী মো. সোহেল (৩৪) কে হত্যার অভিযোগে আটক করা হয় তাকে। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে খালিশপুর থানার আলমনগরের বালিয়ার বিল এলাকার নজরুল ইসলাম বাবুলের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল একই এলাকার শাহ আলমের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ছিলেন। স্বামী-স্ত্রী দুইজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঝগড়ার একপর্যায়ে স্ত্রী লাঠি বা অন্য কোনো ভারী বস্তু দিয়ে স্বামীর কপালে আঘাত করে। তাতে স্বামী আহত হলে তাকে প্রাথমিকভাবে খালিশপুর ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে এলে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামীর গলায় ও মাথায় আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় সোহেলের স্ত্রী সোনিয়াকে আটক করা হয়েছে। তার স্বামী আত্মহত্যা করেছে বলে সোনিয়া জানায়। সুরতহালের সঙ্গে অবশ্য তার কথা মিলেছে। আমরা যাচাই-বাছাই করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।