চ্যানেল খুলনা ডেস্কঃ খালিশপুর অনির্বাণ ক্লাবের পক্ষ থেকে ৬০ গরিব ও অসহায় পরিবারকে কে রমজানের উপহার শনিবার বাসায় বাসায় পৌছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি মশিউর রহমান লিটন, খালিশপুর থানা আওয়ামীলীগ এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:সায়েম মিয়া , খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, খালিশপুর থানা ছাত্রলীগ এর সহ সভাপতি মশিউর রহমান জনি, মানিক, মোঃ নাসির, নয়ন প্রমুখ।
উপহার হিসেবে ছিলো- ছোলা,চিনি,লবন,সাবান,চিরা,ডাল,তেল,ট্যাং,ইসুবগুলের ভুসি, লাউ,আলু,পটল,লেবু,ঝাল,করোলা,আটা ইত্যাদি।