সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খালেদার মুক্তি নিয়ে হতাশ বিএনপি | চ্যানেল খুলনা

খালেদার মুক্তি নিয়ে হতাশ বিএনপি

চ্যানেল খুলনা ডেস্কঃবিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি পেতে আইনি পথ ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। দ্বিতীয় বারের মতো দেশের উচ্চ আদালতে খালেদার জামিন না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ বিএনপির নীতিনির্ধারকরা। একই অবস্থা বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরও। এইক সঙ্গে বেগম জিয়ার মুক্তির জন্য এ পর্যন্ত কোনো বড় কর্মসূচি না দেওয়ায় কেন্দ্রীয় নেতাদের ওপর ক্ষুব্ধ তৃণমূল বিএনপি। তারা খালেদার মুক্তিতে আন্দোলনেই ভরসা দেখছেন।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারকরা বলছেন, আগামীতে বেগম জিয়ার প্যারোলে মুক্তির আবেদন করতে হবে, অথবা দুর্বার আন্দোলনের পথেই ফিরে যেতে হবে। এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করণীয় নির্ধারণ করতে সিনিয়র নেতা ও আইজনীবীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের কাছে পরবর্তী করণীয় জানতে চেয়েছেন। জানা গেছে, খুব শিগগিরই আবার আপিল বিভাগে আবেদন করা হবে।

খালেদার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, এখনো আইনি পথ সম্পূর্ণ রূপে রুদ্ধ হয়ে যায়নি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নিয়ে আমরা আবার আপিল বিভাগেও যেতে পারি। তবে সেখানে ফলাফল কী হবে তা নিয়ে আমি মোটেও আশাবাদী নই। আবার সর্বোচ্চ আদালত অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলেছে। অ্যাডভান্স ট্রিটমেন্ট নিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অনেকেই বিদেশে যান। সেই যুক্তিতে বেগম জিয়াকেও সর্বোচ্চ আদালত সুযোগ দিতে পারেন।

তিনি আরও বলেন, এই মামলাটি রাজনৈতিক। তাই সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি মিলবে না। আমাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলন চালিয়ে যেতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই মামলায় হাইকোর্টের আদেশে আমরা স্তম্ভিত। আইনি লড়াইয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির সম্ভাবনা একেবারেই কম। এ কারণে আমরা সামনে বড় কর্মসূচি দিতে আলোচনা করছি। দরকার হলে দুর্বার আন্দোলন গড়ে তুলে আমরা নেত্রীকে মুক্ত করব।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, খালেদা জিয়ার কারাগারে থাকা দলের নেতাদের জন্য চরম ব্যর্থতা। আমাদের এমন কর্মসূচি দিতে হবে, যাতে সরকার বাধ্য হয় বেগম জিয়াকে মুক্তি দিতে।

বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান, নেত্রীর মুক্তির জন্য রাজপথের আন্দোলনে ফিরে যেতে হবে। মাঠপর্যায়ের নেতাকর্মীদের ভাষ্য, তৃণমূল প্রস্তুত থাকলেও বিএনপির দলের সর্বোচ্চ নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে ক্ষুব্ধ ও ক্ষোভ প্রকাশ করেছে মাঠের কর্মী-সমর্থকরা। সামনে সকল কমিটিতে আন্দোলন সংগ্রামে থাকা নেতাদের দায়িত্ব দিতে দলের নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

এ দিকে, বেগম জিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, তারা খালেদা জিয়ার মুক্তির জন্য দরকার হলে প্যারোলের আবেদন করতেও প্রস্তুত। কিন্তু এ বিষয়ে খালেদা জিয়ার সম্মতি পাচ্ছেন না তারা। পরিবারের সদস্যরা জানান, খালেদার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, তাই তারা প্যারোলের জন্য আবেদনেও প্রস্তুত।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।