চ্যানেল খুলনা ডেস্কঃজিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে তার স্বাস্থ্য প্রতিবেদন চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই মামলায় খালেদার জামিন আবেদনের শুনানি চলাকালে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
খালেদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার আদেশের পাশাপাশি তার জামিন চেয়ে করা আবেদনের শুনানি ওই তারিখ পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, খালেদা জিয়ার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন এবং দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেছেন, ‘আদালতের নির্দেশ এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। নির্দেশনা হাতে পেলেই প্রতিবেদন তৈরি করে পাঠিয়ে দেওয়া হবে।’
বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। এ ব্যাপারে জানতে চাইলে বিএসএমএমইউ হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, ‘গণমাধ্যমে দেখেছি, কোর্টের আদেশ এখনও আসেনি।’ আপনারা প্রস্তুত আছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও তো সময় আছে, রিপোর্ট বানাতে তো আর সময় লাগে না। সরকারি আদেশ আসুক, আদালতের আদেশ আমরা মানতে বাধ্য।’
খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘তার অবস্থা ইম্প্র“ভিং। বিএসএমএমইউয়ের চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চিকিৎসা-সংক্রান্ত জ্ঞান, রিসোর্স দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘আমরা সব সময়ই বলেছি, তার (খালেদা জিয়া) অসুখ গ্রাজুয়্যালি ইম্প্র“ভ করবে। তার অসুখের ধরন এমনই যে এটা রাতারাতি উন্নত হওয়ার নয়। ধীরে ধীরে তার ইম্প্র“ভ হবে এবং হচ্ছেও তা-ই।’
তিনি জানান, খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডে চেয়ারম্যানের দায়িত্বে আছেন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জিলন মিয়া সরকার। বোর্ডের অন্য সদস্যরা হলেন রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হক, ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক বদরুন্নেছা বেগম, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ তানজিমা পারভীন এবং অর্থোপেডিক বিভাগের ডাঃ চৌধুরী ইকবাল মাহমুদ।
দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে গত ১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৮ সালের ৮ ফেব্র“য়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় তার। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত।