সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে খুলনায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ | চ্যানেল খুলনা

খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে খুলনায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ১০জন নেতাকর্মী জামিনে মুক্তিলাভ করেছেন। তিন সপ্তাহ কারাভোগের পর মুক্তি পেয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে শেখ হাসিনার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। কারাফটক থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যার পূর্ব মুহুর্তে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন নেতৃবৃন্দ। মুক্তিপ্রাপ্তরা হলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, মাসুদ পারভেজ বাবু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, নগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, নগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম, সদর থানা স্বেচ্ছাসেক দলের আহবায়ক খায়রুজ্জামান সজীব, ২৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি কেএম বেলাল হোসেন, ২১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি। কারাগার থেকে বের হয়ে এলে খুলনা মহানগর বিএনপি’র বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলার সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কারামুক্ত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু ও মোঃ তৈয়েবুর রহমান, নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নেহিবুল হাসান নেহিম, সদর থানা বিএনপি’র আহবায়ক কেএম হুমায়ুন কবীর, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, আবু সাইদ হাওলাদার আব্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, আফসার উদ্দিন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, আজিজা খানম এলিজা, স্বেচ্ছাসেবকদল নেতা শফিকুল ইসলাম শাহীন ও নগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস প্রমুখ।

কালো পতাকা মিছিল ও তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন খুলনা মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, মোঃ সাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাকির ইকবাল বাপ্পি, মন্জুরুল আলম সৌরভ, রফিকুল ইসলাম টিটু, আলতাফ হোসেন, মাহবুব হাসান বাবুল, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, এবিএম জাকির হোসেন, খান ইমরান আহমেদ, গাজী সালাউদ্দীন, জাকির মুন্সি, মাহমুদ হাসান বিপ্লব, মনিরুজ্জামান মনি, আমিন হোসেন মিঠু, সাইফুল ইসলাম বকশি, এমএম জসিম, মোঃ হোসেন, ইমরান হোসেন মোল্লা, মোল্লা সোহরাব হোসেন, আল মামুন জুয়েল, শফিকুল ইসলাম শাহীন, ডালিম গাজী, সেলিম হোসেন, মাইনুদ্দিন নয়ন, নুর ইসলাম নুরু, মাহবুবুর রহমান, আলমগীর কবির খান, মিজানুর রহমান বাবু, শরিফুল ইসলাম অসীম, শাকিল আহমেদ, ইয়াসির আরাফাত, শাওন শরিফ, এ্যাড. জুলকার নাইন, মাহবুব হোসেন মাহবুব, শাহরিয়ার খান মাসুম, কামরুজ্জামান টুকু, তৌহিদুর রহমান, এসএম দোলন, হানিফ মাহমুদ, শাহরিয়ার কবির সাদী, মিয়া আতিয়ার রহমান বাবু, শেখ আসাদুজ্জামান মুন্না, শহিদুল ইসলাম, হাসান আলী বাবু, আতিয়ার রহমান, রফিকুল ইসলাম শান্ত, বিলাল হোসেন, মোঃ ফারুক খান, রুহুল আমিন হাওলাদার, শেখ আশরাফুল ইসলাম সেতু, শাহিন পাটোয়ার, মোঃ মাইনুদ্দিন, মাসুদ হোসেন, মনির হোসেন, আব্দুল আলিম, রাকিব হাসান, ইয়াকুব আলী পাটোয়ারী, আশিকুর রহমান সেলিম, হুমায়ুন কবির পলাশ, নজরুল ইসলাম সবুজ, সাহারুজ্জামান মুকুল, রুবেল জমাদ্দার, শেখ ফিরোজ, মোঃ মিজানুর রহমান, আল আমিন দেওয়ান, লিটন হাওলাদার লিটু, মাসুদ পারভেজ তুষার, সোহেল রানা প্রিন্স, রুবেল হোসেন রুবেল, গোলাম সরোয়ার সরো, সাব্বির আহমেদ মিলন, মহসিন খন্দকার, রিপন শেখ ও রাফিউল ইসলাম প্রমুখ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী দুপুরে পর থেকে কারাফটকে অপেক্ষা করতে থাকেন। প্রসঙ্গত্ব, গত ১৪ সেপ্টেম্বর খুলনার অতিরিক্ত চীফমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (খুলনা থানার মামলা নং-২৫) জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে: রিজওয়ানা হাসান

ট্রাইব্যুনালের মামলায় প্রথম জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

আদালতে আমুর বক্তব্যে উত্তেজনা, আইনজীবীকে পিটুনি

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের খুঁজতে কমিটি গঠনে রুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।