পবিত্র মাহে রমজান উপলক্ষে খিদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও অসহায় হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৭ মার্চ) অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সামাজিক সংগঠন খিদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি খেজুর, ৩ কেজি চাউল, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ কেজি ডাউল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ট্যাং ১ প্যাকেট।
রমজান মাসে রোজাদাররা সেহরী ও ইফতার করতে পারে সেই লক্ষ্যে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে একটু হাঁসি ফোটাতে এই উপহারসামগ্রী বিতরণ করে খিদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিম।
এসম উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওঃ মশিউর রহমান খুলনাভী, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (অপু), কোষাধ্যক্ষ মোঃ সাকিব রহমান, সহ সভাপতি মোঃ মেহেদী হাসান, মোঃ আফরোজ আলম যুগ্ন সম্পাদক মোঃ সাইমন খান বাঁধন(রবিন), প্রচার সম্পাদক মোঃ কাউসার রহমান, সদস্য মোঃ মারুফ, অন্তর, মোঃ ওমর ফারক, নাজমুল সহ অন্যন্য সদস্যবৃন্দ এবং এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।