শুক্রবার (১ জুলাই) খুলনা নগরীর খালিশপুর থানাধীন বঙ্গবাসী এলাকার এক মসজিদে খীদমাতুল মুসলিমীন খুলনার পরিচিতি সভায় মাওঃমশিউর রহমান খুলনাভীর সভাপতিত্বে ও মোহাঃমোস্তাফিজুর রহমান (অপুর)সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে “খীদমাহ্ ” এর পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা হিসাবে মোহা:রাজিবুল ইসলাম সাজু কে মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠিত ও শপৎ বাক্য পাঠ হয়।
নিন্মে কমিটির তালিকা পেশ করা হল:-
(১) সভাপতিঃ মাওঃমশিউর রহমান খুলনাভী
(২)সহ সভাপতিঃ
মোহাঃ কুরবান আলি।
(৩) সাধারণ সম্পাদকঃ
মোহাঃ মোস্তাফিজুর রহমান অপু
(৫) যুগ্ন- সম্পাদকঃ
মোহাঃ সাইমন খান রবিন।
(৬) সাংগঠনিক সম্পাদকঃ মোহাঃ মাহাবুব ইসলাম
(৭) কোষাধ্যক্ষ সম্পাদকঃ
মোহাঃ কাউসার রহমান।
(৮) প্রচার সম্পাদকঃমোহাঃ শহিদুল ইসলাম মঈন
(৮-১১) কার্যনির্বাহী সদস্য-মোহাঃ নাঈম কাজি,তানভীর রহমান,আব্দুল্লাহ রহমান,ইমরান নাজির।
সভা সর্বসম্মতিক্রমে “খীদমাতুল মুসলিমীন ” খুলনার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ভোধন।
উল্লেখ থাকে যে খীদমাহ্ টিম ২০১৮ সালে প্রতিস্ঠা হয়। আমাদের সেবা সমুহ।
১/খীদমাহ্ কাফন দাফন,২/খীদমাহ ব্লাড ব্যাংক,৩/খীদমাহ্ ফুড ব্যাংক, খীদমাহ্ ফুড ব্যাংকের সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী কুরবানীর ঈদে অসহায় মধ্যবিত্ত পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরনের সিধ্যান্ত নেওয়া হয়েছে। এবং সকলকে সহোযোগিতা করতে বলা হয়েছে প্রয়জনে বিকাশ ০১৯৮৯৬২১৭৫০(সভাপতি) ডাচ বাংলা খালিশপুর শাখা 7017312631114 মানবতার কল্যাণে আমরা আছি এবং থাকবো।