নগরীর খালিশপুর বাবুস সালাম মসজিদ রোডে খীদমাহ্ ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আপনার রক্তে বাচবে অন্যের জীবন। মানবতার কল্যানে নিজে দিন এবং অন্যকে রক্ত দানে উৎসাহিত করুন। এ স্লোগানকে ধারন করে শুক্রবার (২৯ই জুলাই) বিকাল ৩ টায় নগরীর খালিশপুর থানাধীন বাবুস সালাম মসজিদ রোডে খীদমাহ্ ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করেন বাবুস সালাম মসজিদের ইমাম এ এস এম জাফর সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের সভাপতি মাওঃমশিউর রহমান খুলনাভী, সাধারণ সম্পাদক মোহাঃ মোস্তাফিজুর রহমান অপু, কোষাধ্যক্ষ সম্পাদক মোহাঃ কাউসার রহমান, সহ-সভাপতি মোহাঃ কুরবান আলি, সেচ্চাসেবক টিমের যুগ্ন- সম্পাদক মোহাঃ সাইমন খান রবিন, সাংগঠনিক সম্পাদক মোহাঃ মাহাবুব ইসলাম, প্রচার সম্পাদকঃমোহাঃ শহিদুল ইসলাম মঈন, কার্যনির্বাহী সদস্য-মোহাঃ নাঈম কাজি,তানভীর রহমান, আব্দুল্লাহ রহমান, ইমরান নাজির সহ প্রমুখ।
উল্লেখ্য খীদমাতুল মুসলিমীন স্বেচ্ছাসেবী সংগঠন কার্যক্রম শুরুর পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। খীদমাহ্ টিম ২০১৮ সালে প্রতিষ্ঠা হয়। খীদমাহ্ কাফন দাফন, খীদমাহ ব্লাড ব্যাংক এবং খীদমাহ্ ফুড ব্যাংক সেবা সাধারন মানুষকে দিয়ে যাচ্ছে।