খুলনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সংগঠন বন্ধন ও কর্মচারীদের পক্ষ থেকে বন্যা দুর্গতদের আর্থিক সহায়তা প্রদান পূর্বক খুলনা
বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দের কাছে নব্বই হাজার তিনশ আশি টাকা হস্তান্তর সংক্রান্ত এক সভা সংগঠনের সভাপতি আলহাজ¦ আবদুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম. মোহাম্মদ আলীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরীয়ায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আবু সালেহ মোঃ পারভেজ, উপ-পরিচালক (অ:হি:), শেখ শারাফাত আলী, এস এম মনিরুজ্জামান পলাশ, মোঃ আতিয়ার রহমান, জাভেদ এলাহী, আব্দুল্লাহ শাহানুর কবির অয়ন, এস এম শাকিল রহমান, এস এম জাকির হোসেন, শেখ মোঃ আব্দুল্লাহ, মোঃ রবিউল ইসলাম, মোঃ মিজানুর রহমান খান মুকুল, শেখ আকতার হোসেন, শেখ আফছার উদ্দিন, সাহারা খাতুন, মোঃ সফিকুল ইসলাম, শেখ আবুয়াল হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, কাজী জালাল, মোঃ ইকবাল হোসেন, মোঃ আব্দুর রব, মোঃ আকতারুজ্জামান, শামীম রহমান, নুরুজ্জামান মিথুন, লায়লা রুমঝুম, মোঃ ইব্রাহিম খান, কাজী ফেরদাউস, মোঃ নাসির জাহাঙ্গীর, মোঃ আক্তারুজ্জামান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ মাওলানা মোঃ মুস্তাকিম বিল্লাহ, মোঃ আব্দুল খালেক, মোঃ ফেরদাউস, সালেহা পারভেজ, মোসাঃ রোকেয়া, কর্মচারীদের মধ্যে শফিকুল ইসলাম সুমন, আবু সালেহ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মহিদুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম রিপন, মোল্লা ওয়াহিদুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
আর্থিক সহায়তা প্রদান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ দ্বিতীয় স্বাধীনতায় সকল শহীদের রুহের মাগফেরাত কামনা ও বন্যা দুর্গত অসহায় মানুষদের কল্যাণে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মুহা: আব্দুল কুদ্দুস দোয়া পরিচালনা করেন।