সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুবিতে আইকিউএসি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

গবেষণায় স্ট্যাটিসক্যাল এনালাইসিসের জন্য নতুন সফটওয়্যারের ব্যবহার জানা জরুরি : উপাচার্য

খুবিতে আইকিউএসি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘কোয়ালিটেটিভ ডাটা এনালাইসিস ইউজিং এমএএক্সকিউডিএ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, গবেষণার জন্য স্ট্যাটিসক্যাল এনালাইসিসের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে নতুন নতুন যেসব সফটওয়্যার এসেছে তার সাথে পরিচিতি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে তিন মাসের কোর্স এক দিনে শেখা দুরূহ ব্যাপার। এই কর্মশালার মাধ্যমে এমএএক্সকিউডিএ সফটওয়্যার গবেষণার কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, সে বিষয়ে একটা ধারণা পেতে পারি; তাতে কর্মশালাটি ফলপ্রসূ হবে। এই সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে গবেষণাকর্মের উচ্চমানসম্পন্ন ফলাফল পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ ধরনের সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক মাহমুদ উজ জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ বিষয়ভিত্তিক টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জামিন পেলেন কারাবন্দী দুই শিক্ষার্থী

গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার তাগিদ উপাচার্যের

খুবি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী

রক্তদানের মতো মহৎ কাজে উদ্বুদ্ধ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে বাঁধন : উপ-উপাচার্য

দেশের উন্নতিতে শিল্প ও সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপ-উপাচার্য

চাকরির বাজারে টিকে থাকতে পড়াশোনার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।