সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইসিই ডিসিপ্লিন | চ্যানেল খুলনা

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইসিই ডিসিপ্লিন

খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ৩৪ রানে পরিসংখ্যান ডিসিপ্লিনকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেটের বিনিময়ে ১১১ রান সংগ্রহ করে ইসিই ডিসিপ্লিন। জবাবে খেলতে নেমে ১৬.৩ ওভারে ৭৭ রানে অলআউট হয় পরিসংখ্যান ডিসিপ্লিন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান সংগ্রহ ও ২ উইকেট শিকার করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ইসিই ডিসিপ্লিনের জাহিদ হাসান। ৬ ম্যাচে ৯৯ রান ও ৭ উইকেট শিকার করে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইসিই ডিসিপ্লিনের বেলাল হোসেন বিপ্লব।

এছাড়াও ৪ ম্যাচে ১৩৮ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পান বাংলা ডিসিপ্লিনের মোঃ সবুজ ইসলাম। ৩ ম্যাচে ৯ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পান ইসিই ডিসিপ্লিনের সাগর মণ্ডল। পুরো টুর্নামেন্টে ক্রিকেটীয় নিয়ম-নীতি মেনে দৃষ্টিনন্দন ম্যাচ খেলার জন্য ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ পায় ইসিই ডিসিপ্লিন।

ফাইনাল খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি ক্রিকেট প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পরিচালনা কমিটির মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় খুলনা বিশ্বিবিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যে উৎসবমুখর পরিস্থিতি তৈরি হয় তার ভূয়সী প্রশংসা করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান খেলার মাঠ সংস্কারসহ জিমনেশিয়াম সংলগ্ন গ্যালারি নির্মাণ এবং সুইমিংপন্ড কমপ্লেক্স এর কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট প্রতিযোগিতা সবসময় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এ ধরনের সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সবসময় মুখরিত থাকে। তিনি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। স্বাগত বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় পরিচালক, টিম ম্যানেজার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কসহ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার ও ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পক্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মহান স্বাধীনতা দিবসে খুলনা মহানগরী জামায়াতের আলোচনা সভা

খুলনা সোসাইটির পক্ষ থেকে এতিমখানায় নগদ অর্থ উপহার প্রদান

শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে

আমাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফিলিস্তিনে ও ভারতে মুসলিমদের উপরে হামলার প্রতিবাদে খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ইসলামী আন্দোলন খানজাহান আলী থানা শাখার পরিচিতি ও ইফতার অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।