খুলনা বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা বুধবার (৫ জুন) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।
তিনি বলেন, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য নিজেদের মস্তিষ্কে শুদ্ধ যুক্তি ও শুদ্ধ ভাবনাকে জায়গা দিতে হবে। একই সাথে আইনের প্রতি, নীতির প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে। সরকার যে শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে তার চর্চা করতে হবে। সুশাসন বাস্তবায়ন করতে হবে। তিনি বাংলাদেশকে একটি সুন্দর ও যুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে শুদ্ধাচার চর্চার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ টিম লিডার প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এপিএ’র ফোকাল পয়েন্ট ও শাখা প্রধান (কাউন্সিল) উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক। পরে রিসোর্স পারসন হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশলের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়ামিন কবির। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১০৫ জন কর্মচারী উপস্থিত ছিলেন।