সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে সিজেডএম জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান | চ্যানেল খুলনা

ইসলামের রীতি-নীতি সঠিকভাবে মেনে চললে সমাজে দরিদ্রতা থাকবে না : উপ-উপাচার্য

খুবিতে সিজেডএম জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ও সমাজ ব্যবস্থা। ইসলামের রীতি-নীতি সঠিকভাবে মেনে চললে সমাজে কোনো বৈষম্য, অভাব, দরিদ্রতা ও নৈরাজ্য থাকবে না। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত তৃতীয়। যাকাতের আভিধানিক অর্থ সম্পদের সুষম বণ্টন। যাকাত দিলে সম্পদ পবিত্র হওয়ার পাশাপাশি বৃদ্ধিও হয় এবং এটি সুরক্ষিত থাকে। যাকাত প্রদানের মাধ্যমে সমাজে আয়ের বৈষম্য দূর হয়, ঈমান মজবুত ও পরিশুদ্ধ হয় এবং একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব ও মমত্ববোধ বেড়ে ওঠে।

তিনি আরও বলেন, ইসলামে যাকাতের গুরুত্ব অপরিসীম। এরপরেও আমাদের সমাজে ধন-সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের কাছে পুঞ্জিভূত। সমাজে অনেক মানুষ আছেন, যারা যাকাতকে সেভাবে গুরুত্ব দেয় না। কিছু কিছু মানুষের অনেক টাকা আছে। কালো টাকা-সাদা টাকার মাধ্যমে অনেকেই হাজার হাজার কোটি টাকার মালিক। আবার অনেক মানুষ হতদরিদ্র। এই দরিদ্র জনগোষ্ঠীর জন্য যাকাতের অর্থের সুষম বণ্টন প্রয়োজন।

উপ-উপাচার্য বলেন, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবেও যাকাতের অর্থ সংগ্রহ করা হয়। এ ছাড়াও সিজেডএম যাকাতের অর্থ সংগ্রহ করে দেশে নানা ধরনের সেবা ও শিক্ষামূলক কাজের সাথে সম্পৃক্ত। যাকাতের অর্থে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর স্কলারশিপ প্রদান সমাজে প্রশংসনীয়। তিনি সিজেডএম এর এই মহতি কাজকে ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএম’র বিভাগীয় অ্যাম্বাসেডর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সিজেডএম’র শিক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) সৈয়দ নাজমুর রহমান।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের কাজী শাফিয়া কবির, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনুশ্রী বিশ্বাস, বোটানি বিভাগের জান্নাতুন নেসা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের রাফাতুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের আহসান ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেএডএস’র উপ-ব্যবস্থাপক মো. রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম ফর আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস্ এর আওতায় এ বছর খুলনা অঞ্চলের ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ অঞ্চলের খুলনা বিশ্ববিদ্যালয়সহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা মনোনীত হয়ে স্কলারশিপ গ্রহণ করেন। এছাড়াও ক্যাপাসিটি বিল্ডিং সেশনের উপর দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

খুবিতে ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু

খুবি উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ঢাবির ভর্তি পরীক্ষা

খুবিতে হাতে-কলমে অগ্নি নির্বাপণের কলা-কৌশল শিখলেন শিক্ষার্থীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।