আগামীকাল ৫ ফেব্রয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ৫দিনব্যাপী কর্মশালা শুরু হচ্ছে। সকাল ৯টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। আইকিউএসি আয়োজিত ৫দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ৫টি ব্যাচে ভাগ করে এই কর্মশালায় প্রতিদিন ৫টি সেশনে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে। এছাড়া উদ্বোধন দিনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুদ্রিত প্রথম আউটকাম বেজড এডুকেশন কারিকুলা (ওবিই) ও নবাগত শিক্ষার্থীদের জন্য মুদ্রিত প্রসপেক্টসেরও মোড়ক উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে।