খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাংলো সংলগ্ন মাঠে ১০ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯.৩০ মিনিটে শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্জন দৃশ্যমান। ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ নানা ধরনের আউটডোর ও ইনডোর খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক। একই সময়ে এবার ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর কিছুদিন পর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা প্রয়োজন।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা করেন সাকিবুজ্জামান সাজিদ ও নুসরাত জাহান জুই। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার প্রথম দিনে ছাত্রদের ৭টি এবং ছাত্রীদের ২টি খেলা অনুষ্ঠিত হয়।