খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের সেকশন অফিসার (ল্যাব) নন্দন অধিকারীর পিতা অজিত অধিকারী আজ সকাল ৮ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি বেশকিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুরে ডুমুরিয়া উপজেলার বান্দা গ্রামের মহাশ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন রসায়ন ডিসিপ্লিনের সেকশন অফিসার (ল্যাব) নন্দন অধিকারীর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তাঁর বিদেহীআত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, রসায়ন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল হকসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
অপর একবিবৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান (পলাশ) ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ পরিষদের সদস্যবৃন্দ অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন।