গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক /স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অঙ্কন পরীক্ষা বৃহস্পতিবার (৬ জুন) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপস্থিতির হার ছিল ৬৮.৮৮ শতাংশ।
এদিকে পরীক্ষা শুরুর পর ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে পরীক্ষার হল পরিদর্শন করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সেখানে তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষার ফোকাল পারসন ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।