সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুবির নবীন প্রভাষকদের ফাউন্ডেশন ট্রেনিং শেষে সনদপত্র বিতরণ | চ্যানেল খুলনা

খুবির নবীন প্রভাষকদের ফাউন্ডেশন ট্রেনিং শেষে সনদপত্র বিতরণ

২৪ নভেম্বর (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগদানকারী নবীন প্রভাষকদের পাঁচ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং শেষে সনদপত্র বিতরণ করা হয়। সন্ধ্যায় স্থানীয় একটি অভিজাত হোটেলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সনদপত্র বিতরণ করেন।
এসময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবীন প্রভাষকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই প্রশিক্ষণ তাদের শিক্ষকতা জীবনের সূচনায় একটি গাইডলাইন দেবে। শিক্ষকতা ও গবেষণায় ভালো করতে হলে এখন বিশ্বমানের পর্যায়ে দক্ষতা অর্জন করতে হবে। পরিবর্তীত বিশ্ব পরিস্থিতিতে বহুমুখী জ্ঞান চর্চা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক ও গবেষক হওয়ার স্বপ্ন পূরণে আকাক্ষাকে জাগিয়ে তুলতে হবে। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিতে চাই। সেই লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার হলো শিক্ষক। উপযুক্ত ও দক্ষ নাগরিক গড়ে তুলতে শিক্ষার্থীদের যে উচ্চতায় শিক্ষাদান প্রয়োজন তা নির্ভর করে শিক্ষকদের ওপর। তিনি নবীন শিক্ষকদের প্রতি একটি ব্রত অনুসরণের জন্য আহ্বান জানান, তারা যেন এক মিনিট আগে ক্লাসে পৌঁছান।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, রিসোর্স পারসনদের মধ্যে প্রফেসর ড. মো. আহসানুল কবির বক্তব্য রাখেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রভাষক শাহারিয়াজ আহমেদ ও শারমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এসময় অন্যান্য রিসোর্স পারসন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে খুবির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষরিত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।