খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. কামরুজ্জামানের মাতা মোহসেনা বেগম বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার রাত ১১.৪৫ মিনিটে দৌলতপুরের পাবলায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ১ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে সাতক্ষীরার বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. কামরুজ্জামানের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এফডব্লিউটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।