খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার এস এ হাসিব মঙ্গলবার (১৩ আগস্ট) আনুমানিক সকাল ৯.৩০টায় নগরীর মিয়াপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ আছর খুলনার সরকারি আযমখান কমার্স কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাদ এশা মিয়াপাড়া কায়েমিয়া জামে মসজিদ সংলগ্ন রাস্তায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রাক্তন ট্রেজারার এস এ হাসিবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
অপরদিকে প্রাক্তন ট্রেজারার এস এ হাসিবের আত্মার মাগফিরাত কামনায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদে বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ এস এ হাসিব ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম ট্রেজারার হিসেবে যোগদান করে ২০০৯ সালের ২৪ জুন পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।