সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবির প্রাক্তন শিক্ষক প্রফেসর রশিদুজ্জামানের ইন্তেকালে উপাচার্যের শোক | চ্যানেল খুলনা

খুবির প্রাক্তন শিক্ষক প্রফেসর রশিদুজ্জামানের ইন্তেকালে উপাচার্যের শোক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রসাশন ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষক এবং ব্যাবস্থাপনা ও ব্যাবসায় প্রশাসন স্কুলের প্রথম ডিন প্রফেসর এ.বি.এম রশিদুজ্জামান শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৪ টায় ঢাকাস্থ আহছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন মসজিদের সামনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় নামাযে জানাজা অনুষ্ঠিত হয় বাদ আছর ইকবাল নগর জামে মসজিদে। জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

কর্মজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অব এডভান্সড স্টাডিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার আগে তিনি দীর্ঘ দিন ধরে আযম খান কমার্স কলেজে শিক্ষকতা করেন। মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে তিনি বেশ কয়েকটি পাঠ্য গ্রন্থ রচনা করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফেসর এ.বি.এম রশিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ব্যাবস্থাপনা ও ব্যাবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নুর উন নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যাবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ উভয় ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়া অপর এক বিজ্ঞপ্তিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোস অনুরূপ শোক প্রকাশ করেছেন।

পৃথক বিবৃতিতে আরও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এসএম মনিরুজ্জামান (পলাশ) ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মণ্ডল।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

খুলনা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক পরিচালকের ইন্তেকাল

খানজাহান আলী থানার প্রবীন সাংবাদিক শেখ বদর উদ্দিনের স্ত্রী’র ইন্তেকাল

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিলটনের শ্বাশুড়ির ইন্তেকাল

নির্যাতিত শিশুটির মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

মাগুরার সেই শিশু আছিয়া মারা গেছে

৩১ নং ওয়ার্ড বিএনপি নেতা জালু মিয়ার মৃত্যুতে শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।